এবার ফিটনেস মিশনে জলি রহমান
বিনোদন প্রতিবেদক : ফিটনেসে নিজেকে আরও বদলে দেওয়ার মিশনে নেমেছেন ঢালিউডের নায়িকা জলি রহমান। সিনেমার অভিনয়ের পাশাপাশি তাই ফিটনেসেও এখন মনোযোগী এই নায়িকা। দিনের বেশির ভাগ সময় তিনি এখন জিমে কাটাচ্ছেন। সকাল-সন্ধ্যা যখনই সুযোগ পাচ্ছেন, তখনই জিমে সময় দিচ্ছেন। এমনটাই জানান জলি রহমান।
‘অঙ্গার’, ‘নিয়তি’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন চিত্রনায়িকা জলি। কিন্তু‘ আলোচনায় থাকা অবস্থাতেই হঠাৎ করেই অভিনয় থেকে দূরে সরে যান এই অভিনেত্রী। বিরতি ভেঙে চলচ্চিত্র নির্মাতা ধীমন বড়ুয়া পরিচালিত পদ্মাবতী সিনেমা দিয়ে আবার শুটিংয়ে ফিরছেন এই নায়িকা। এতে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক সায়মন সাদিক।
এ ছবি নিয়ে জলি বলেন, ‘পদ্মাবতী’ ছবিটির গল্প সত্যিই অসাধারণ। এই ছবিতে আমি গ্রামের একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছি। এই ছবির জন্য নিজেকে নতুন করে তৈরি করেছি। নিজেকে আরেকটু ফ...