নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১৭ (গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট) থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু) এর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলের সহ-সম্পাদক এবং চলচ্চিত্র নির্মাতা ধীমন বড়ুয়া।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গবন্ধু এভিনিউস্থ জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক সম্পাদক শিরিন আক্তারের হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন ধীমন বড়ুয়া।
এর আগে বিকাল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন দলের সভাপতি ও দলীয় মনোনয়ন বোর্ডের সভাপতি হাসানুল হক ইনু। এদিন দলটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২১৩ জন মনোনয়ন ফরম কিনেছেন।
এ সময় উপস্থিত ছিলেন দলীয় মনোনয়ন বোর্ডের সদস্য সচিব শিরীন আখতার এবং সদস্য রবিউল আলম, মোশারেফ হোসেনসহ দলের শীর্ষ নেতারা।
ঢাকা-১৭ আসনে, ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করেত চান চলচ্চিত্র নির্মাতা এবং রাজনীতিবিদ ধীমন বড়ুয়া।