নিজস্ব প্রতিবেদক : প্রথম দিনেই সশরীরে হাজির হয়ে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের সভাপতি হাসানুল হক ইনু কুষ্টিয়া-২, সাধারণ সম্পাদক শিরীন আখতার ফেনী-১, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম যশোর-৩, মোশারেফ হোসেন লক্ষ্মীপুর-৪, এ কে এম রেজাউল করিম তানসেন বগুড়া-৪, নুরুল আকতার চট্টগ্রাম-৩, রোকনুজ্জামান রোকন কুষ্টিয়া-৪, নইমুল আহসান জুয়েল নোয়াখালী-২, মোহাম্মদ মোহসীন বরিশাল-৬, সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ময়মনসিংহ-৬, জাহিদুল আলম মাগুরা-১, জসিমউদ্দিন বাবুল চট্টগ্রাম-১১, জায়েদুল কবির নরসিংদী-২, শরিফুল কবির স্বপন কুষ্টিয়া-১, জহিরুল হক মন্ডল বাচ্চু গাজীপুর-৩, মো. আব্দুর রাজ্জাক বগুড়া-৭, মুহাম্মদ সামছুল ইসলাম সুমন ঢাকা-১৫, মো. হারুন অর রশিদ সুমন নোয়াখালী-২, অ্যাডভোকেট হাসান আকবর আফজল হারুন বগুড়া-১, অ্যাডভোকেট নীলঞ্জনা রিফাত সুরভী ঢাকা-৮, মনির হোসেন মজুমদার চাঁদপুর-৫, শহিদ আলমগীর চাঁদপুর-২, সিদ্দিকুল আলম মামুন বগুড়া-৪, মোহাম্মদ ফিরোজ শাহী শরিয়তপুর-১, অ্যাডভোকেট আবু মো. হানিফ ঢাকা-১৪, জুলফিকার মান্নান জামী রাজশাহী-৬, সাজ্জাদ হোসেন বরিশাল-২, আবু জাফর সূর্য বরগুনা-১, মীর্জা মো. আনোয়ারুল হক ঢাকা-১৪, ফরিদ উদ্দিন আহমেদ কুমিল্লা-৫, অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম লক্ষ্মীপুর-৪, শরফুদ্দিন হোসেন কিশোরগঞ্জ-১, ধীমন বড়ুয়া ঢাকা-১৭, মনিরুল ইসলাম কুমিল্লা-৬ আসন এবং অনলাইনে শেখ মো. ওবায়দুস সুলতান বাবলু সাতক্ষীরা-১, অধ্যক্ষ আশেক-ই-এলাহী সাতক্ষ্মীরা-৪, কুমারেশ রায় রংপুর-২, মো. ফারুক আহমেদ লাবু পঞ্চগড়-১, অধ্যাপক তরিকুল ইসলাম পঞ্চগড়-২, আব্দুল্লাহ আল মাসুদ শিবলী রাজশাহী-২, শাহ আলম বিশ্বাস দিনাজপুর-৬, অ্যাডভোকেট মোস্তাফিজার রহমান বুলু রংপুর-১, অধ্যক্ষ রাজিউর রহমান ঠাকুরগাঁও-২, অ্যাডভোকেট লিয়াকত আলী দিনাজপুর-৪, অধ্যাপক আজিজুল হক নীলফামারী-৩, আজিজুল ইসলাম নীলফামারী-৪, গোলাম মারুফ মনা গাইবান্ধা-২, এস এম খাদেমুল ইসলাম খুদী গাইবান্ধা-৩, মো. মনিরুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ-৩, মো. শওকত আলী কিশোরগঞ্জ-৩, বিশ্বাস শিহাব পারভেজ মিঠু পটুয়াখালী-৪, আনোয়ারুজ্জামান চুন্নু পটুয়াখালী-২, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান ভোলা-১, মনিরুল ইসলাম লিটন শেরপুর-১, অ্যাডভোকেট গিয়াসউদ্দিন ময়মনসিংহ-৯, এ কে এম অহিদুল ইসলাম কবির সুনামগঞ্জ-১, অ্যাডভোকেট আখতার হোসেন সাঈদ ব্রাহ্মণবাড়িয়া-৫, মো. নাজমুল হক সুনামগঞ্জ-৩, অ্যাডভোকেট নইমুল হক চৌধুরী টুটুল কক্সবাজার-৩ সহ ২১৩ জন প্রার্থী নির্ধারিত ফি ৫০০০ টাকা প্রদান করে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। এছাড়া অনেক আসনেই একাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আপনার মতামত দিন