City TV

আজ সোমবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শহীদ নুর হোসেন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ নুর হোসেনের শাহাদাৎ বার্ষিকী শহীদ নুর হোসেন দিবসের ওপর এক আলোচনা সভা রবিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউটে অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, “স্বৈরাচার নিপাত যাক – গনতন্ত্র মুক্তি পাক” গনতন্ত্র সুপ্রতিষ্ঠায় শহীদ নুর হোসেনের আত্মত্যাগ জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করে। বক্তারা শহীদ নুর হোসেনের জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন ও তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে সুশাসন ও গনতন্ত্র সুপ্রতিষ্ঠায় বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে গনতন্ত্রের ধারা বিরাজমান।গনতন্ত্রের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনার আহবান জানান, বক্তারা।

বঙ্গবন্ধু একাডেমী ও আমরা স্বাধীনতার সন্তান আয়োজিত এ সভায় সংগঠনের সহ- সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় নেতা ধীমন বড়ুয়া, বঙ্গবন্ধু একাডেমীর মহাসচিব হুমায়ুন কবির মিজি, বঙ্গবন্ধু গবেষনা পরিষদের সভাপতি লায়ন গনি মিয়া বাবুল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা অধ্যক্ষ মোহাম্মদ আলী খান চৌধুরী ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

আপনার মতামত ‍দিন
পোস্টটি শেয়ার করুন
error: Content is protected !!

City TV Live