City TV

আজ সোমবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ভারত-যুক্তরাষ্ট্রের সংলাপের আসতে পারে বাংলাদেশ ইস্যু

নিউজ ডেস্ক : নয়াদিল্লিতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ে বার্ষিক ‘২+২ সংলাপে আসতে পারে বাংলাদেশ ইস্যুও।

শুক্রবার (১০ নভেম্বর) এই সংলাপ উপলক্ষে নয়াদিল্লি সফর করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করবেন তারা।
ভারত সফরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু এক ব্রিফিংয়ে ইঙ্গিত দিয়েছেন, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার উদ্যোগের পাশাপাশি এই অঞ্চল এবং অবাধ, উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক গড়তে যুক্তরাষ্ট্র ও ভারতের সম্মিলিত প্রচেষ্টা নিয়ে আলোচনা হবে।

সংলাপে বাংলাদেশের আসন্ন নির্বাচন, চীনের ক্রমবর্ধমান সহযোগিতার মতো বিষয় আসতে পারে। যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা জানানোর পাশাপাশি গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধা দেওয়া ব্যক্তিদের জন্য ভিসানীতি ঘোষণা করেছে। মার্কিন প্রতিনিধিরা নয়াদিল্লি সফরকালে বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান আবারও তুলে ধরার পাশাপাশি ভারতের অবস্থান বোঝার চেষ্টা করতে পারেন।

নয়াদিল্লিতে ভারত-যুক্তরাষ্ট্র ‘২+২ সংলাপ’ নিয়ে বিশ্বের অন্যতম শীর্ষ নীতি গবেষণা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ এসেছে।

সিএসআইএসের এশিয়া কর্মসূচির ইউএস-ইন্ডিয়া পলিসি স্টাডিজের সভাপতি রিচার্ড এম রোজো বলেন, এবারের সংলাপ শেষে হয়তো খুব বড় ও চমকপ্রদ ঘোষণা দেখা যাবে না। তবে যা ঘটতে যাচ্ছে তা হলো, পারস্পরিক আস্থার বীজ বপন হচ্ছে। এর ফল ভবিষ্যতে পাওয়া যাবে।

রিচার্ড এম রোজোর মতে, এ ধরনের বৈঠকে বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। ইউক্রেন নিয়ে আলোচনা হবে এটি নিশ্চিত।

হামাসের হামলার পর ইসরায়েলের প্রতিক্রিয়া নিয়েও আলোচনা হবে। তিনি বলেন, ‘ভারতের প্রতিবেশী দেশগুলোতেও অনেক কিছু ঘটছে। সেগুলোর ক্ষেত্রে যদি আমরা সঠিকভাবে উদ্যোগ নিতে না পারি তাহলে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কে সমস্যা তৈরি হতে পারে। ’

সিএসআইএসের বিশ্লেষক রোজো ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গও তুলেছেন। তিনি বলেন, বাংলাদেশে আসন্ন নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্র এরই মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাধা দেওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। ভারত অবশ্যই বাংলাদেশের বর্তমান সরকার নিয়ে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে। তাই নির্বাচন কীভাবে হবে সে বিষয়ে ভারত তত উদ্বিগ্ন নয়।

রিচার্ড এম রোজো মিয়ানমারের জান্তাকে মোকাবিলা, মালদ্বীপে চীনপন্থি সরকারের উত্থান, শ্রীলঙ্কায় অব্যাহত অস্থিতিশীলতার প্রসঙ্গও উল্লেখ করেছেন। তিনি বলেন, এই চ্যালেঞ্জগুলো মোকাবিলায় যুক্তরাষ্ট্রের উদ্যোগগুলোর বিষয়ে এ অঞ্চলের বড় রাষ্ট্র হিসেবে ভারতের অস্বস্তি আছে। মতপার্থক্য বা উদ্যোগের ভিন্নতা থাকলেও তা যেন সম্পর্ক নষ্ট না করে তা ২+২ সংলাপের মতো ফোরামে নিশ্চিত করার চেষ্টা করা হয়।

সিএসআইএসের ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের পছন্দ নিয়েও প্রশ্ন উঠেছিল। প্রশ্নটি ছিল, যুক্তরাষ্ট্র কি ভারতের অবস্থান বুঝতে পারছে না, নাকি এ ক্ষেত্রে ভারতের ওপর আস্থা রাখতে পারছে না?

জবাবে রোজো বলেন, ‘বাংলাদেশের নির্বাচন নিয়ে আমাদের (ভারত ও যুক্তরাষ্ট্রের) মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়েছে। পাঁচ বছর আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন নিয়ে এত সচেতন ছিল না। এখন আমরা বাংলাদেশে কী ঘটছে তাতে অনেক গুরুত্ব দিই। ’

রোজো বলেন, ‘ভারতের প্রতিবেশী দেশগুলোতে চলমান চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্রের প্রশাসন কখন কীভাবে দেখে সে বিষয়ে আমরা নিশ্চিত নই। এটি সম্ভবত বাংলাদেশের ক্ষেত্রে এখন স্পষ্ট। চীনপন্থি মালদ্বীপের নতুন সরকারের তুলনায় মিয়ানমারের জান্তাকে মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ধরন অবশ্যই অনেক আলাদা। ’

বাংলাদেশ নিয়ে মতপার্থক্যের কারণে ভারত-বাংলাদেশ সম্পর্কের ইতিবাচক উদ্যোগগুলোকে যুক্তরাষ্ট্র থামিয়ে দিতে চায় কি না—এমন প্রশ্নের জবাবে সাবেক মার্কিন কূটনীতিক ও সিএসআইএসের ভিজিটিং ফেলো ক্যাথরিন বি হাড্ডা বলেন, যুক্তরাষ্ট্র নিশ্চয়ই তা করবে না।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখ্য উপমুখপাত্র বেদান্ত প্যাটেল গত বুধবার রাতে ওয়াশিংটনে ব্রিফিংয়ে বলেছেন, ভারত-যুক্তরাষ্ট্র সংলাপে নিরাপত্তা সহযোগিতা ও অংশীদারি বিশেষ গুরুত্ব পাবে।

মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বলেছেন, গত জুনে ওয়াশিংটনে এবং সেপ্টেম্বরে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট জো বাইডেন যে ভারত-মার্কিন অংশীদারির জন্য ভবিষ্যৎ রূপরেখার কথা বলেছেন, তার অগ্রগতির ব্যাপারেও আলোচনা হবে আজকের বৈঠকে। ভারত তার সীমান্তে চীনকে কীভাবে মোকাবিলা করছে সে বিষয়েও জানতে চাইবে যুক্তরাষ্ট্র।

লু বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর এবং আগামী সপ্তাহে সান ফ্রান্সিসকোতে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সম্ভাব্য বৈঠক নিয়েও ভারতের জানার আগ্রহ থাকতে পারে।

এদিকে বৃহস্পতিবার এই সংলাপের আগের দিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেছেন, বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ ব্যাপার। বাংলাদেশের নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে অরিন্দম বাগচী বলেন, ‘ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী হিসেবে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করে ভারত।

পাশাপাশি বাংলাদেশকে স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ভারতের সমর্থন অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

আপনার মতামত ‍দিন
পোস্টটি শেয়ার করুন
error: Content is protected !!

City TV Live