City TV

আজ সোমবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

এবার ফিটনেস মিশনে জলি রহমান

বিনোদন প্রতিবেদক : ফিটনেসে নিজেকে আরও বদলে দেওয়ার মিশনে নেমেছেন ঢালিউডের নায়িকা জলি রহমান। সিনেমার অভিনয়ের পাশাপাশি তাই ফিটনেসেও এখন মনোযোগী এই নায়িকা। দিনের বেশির ভাগ সময় তিনি এখন জিমে কাটাচ্ছেন। সকাল-সন্ধ্যা যখনই সুযোগ পাচ্ছেন, তখনই জিমে সময় দিচ্ছেন। এমনটাই জানান জলি রহমান।

‘অঙ্গার’, ‘নিয়তি’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন চিত্রনায়িকা জলি। কিন্তু‘ আলোচনায় থাকা অবস্থাতেই হঠাৎ করেই অভিনয় থেকে দূরে সরে যান এই অভিনেত্রী। বিরতি ভেঙে চলচ্চিত্র নির্মাতা ধীমন বড়ুয়া পরিচালিত পদ্মাবতী সিনেমা দিয়ে আবার শুটিংয়ে ফিরছেন এই নায়িকা। এতে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক সায়মন সাদিক।

এ ছবি নিয়ে জলি বলেন, ‘পদ্মাবতী’ ছবিটির গল্প সত্যিই অসাধারণ। এই ছবিতে আমি গ্রামের একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছি। এই ছবির জন্য নিজেকে নতুন করে তৈরি করেছি। নিজেকে আরেকটু ফিট করতে জিমে সময় দিচ্ছি সবচেয়ে বেশি। নতুন একটা লুক আনতে চাই। নতুন করে নতুনভাবে সিনেমায় আসবো বলেই নিজেকে অনেক সময় দিয়েছি। অপেক্ষা করুন, ভালো কিছু হবে।

জলি আরও বলেন, ‘অঙ্গার’, ‘নিয়তি’, ‘মেয়েটি এখন কোথায় যাবে ছবির সাফল্য আমাকে ভালো কাজের অনুপ্রেরণা জোগায়। শুধু তাই নয়, প্রতিটি ভালো কাজই পরবর্তীতে আরও ভালো কিছু করার জন্য দায়িত্ব চেপে দেয়। আমি চেষ্টা করবো ‘পদ্মাবতী’ ছবিতে নিজেকে নতুন ভাবে দর্শকদের কাছে হাজির করতে। এই ছবির মাধ্যমে দর্শকরা আমাকে নতুনভাবেই পাবে। আমার জন্য চরিত্রটি খুবই চ্যালেঞ্জিং।

জানা গেছে, পদ্মাবতী সিনেমার প্রতিদিন কাজ চলছে। পেপার ওয়ার্ক শেষ। দিনে ফিল্ড ওয়ার্ক চলছে। রাতে টেবিল ওয়ার্ক হচ্ছে। শুটিং স্টার্ট হবে জানুয়ারিতে।

বাংলা টকিজ প্রযোজিত পদ্মাবতী ছবিতে জলি এবং সায়মন সাদিক ছাড়াও আরো অভিনয় করছেন শিশির আহমেদ, মারিয়া ইসলাম, আফফান মিতুল, নাদের খান, আনোয়ার সিরাজী প্রমূখ। ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন মনজুরুল ইসলাম মেঘ।

এছাড়া জলি অভিনীত ডেঞ্জার জোন ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

আপনার মতামত ‍দিন
পোস্টটি শেয়ার করুন
error: Content is protected !!

City TV Live